লড়ছে বাংলাদেশ

শুরুতেই ধাক্কা, গলে লড়ছে বাংলাদেশ

আগের সংবাদ
ইসরাইলি ড্রোন ধ্বংসের দাবি

ইসরাইলি ড্রোন ধ্বংসের দাবি করলো তেহরান

পরের সংবাদ

গুম ইস্যুতে সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের আলোচনা

প্রকাশিত: জুন ১৭, ২০২৫ , ২:১১ অপরাহ্ণ আপডেট: জুন ১৭, ২০২৫ , ২:২১ অপরাহ্ণ
গুম ইস্যুতে সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দলের (WGEID) ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার (১৬ জুন) সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে গ্রাজিনা বারানোভস্কা কিছু সংস্থা—যেমন র‌্যাব, ডিজিএফআই ও বিজিবিতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে অতীতে উত্থাপিত অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, এসব সদস্য সংশ্লিষ্ট সংস্থার অধীনে থেকে দায়িত্ব পালন করে থাকেন এবং সেই সংস্থাগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে থাকেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়