দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আগের সংবাদ
কপিলমুনির সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত’র মৃত্যতে শোক

কপিলমুনির সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত’র মৃত্যুতে শোক

পরের সংবাদ

দীর্ঘ ছুটিতে পাইকগাছায় থেমে থাকেনি মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান

প্রকাশিত: জুন ১৪, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: জুন ১৪, ২০২৫ , ৮:২৮ অপরাহ্ণ
দীর্ঘ ছুটিতে পাইকগাছায় থেমে থাকেনি মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান

অন্য বারের তুলনায় এ বছর পবিত্র ঈদ-উল আজহায় দীর্ঘ ১০দিনের ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ।দীর্ঘ এ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাহাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর কোন প্রভাব না পড়তে পারে সেজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও খুলনা বিভাগীয় পরিচালক এর পক্ষ থেকে উল্লেখিত নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-আজহার ছুটিতে পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়েছে।

পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে ০৫/০৬/২০২৫ থেকে ১৪/০৬/২০২৫ তারিখ পর্যন্ত মোট ১০ দিন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে বিভিন্ন সেবা প্রদান করেছেন। সেবাগুলোর মধ্যে ছিলো, উপজেলার আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ৪ টি স্বাভাবিক প্রসব সেবা, ২৪ জন গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও ৫ টি কেন্দ্রে থেকে মোবাইল নাম্বারসহ সংরক্ষিত গর্ভবতী তালিকা থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে ৩৫ জন গর্ভবতী মা’কে গর্ভবতী সেবা ও পরামর্শ প্রদান করা সহ ১৫ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়