যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

আগের সংবাদ

হাতিরঝিল এখন ময়লা আবর্জনার ভাগাড়

পরের সংবাদ

খুলনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স

আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই

প্রকাশিত: জুন ১৩, ২০২৫ , ১২:১৩ পূর্বাহ্ণ আপডেট: জুন ১৩, ২০২৫ , ১২:১৩ পূর্বাহ্ণ

খুলনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানান দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।সভায় রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন সংস্থা ও বিচার কার্যক্রমের বিষয়ে আমাদের দ্বিমত নেই। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুত নিতে হবে। এসব কাজ সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করা সম্ভব। কিন্তু নির্বাচন বিলম্ব হলে কালো শক্তি আবার মাথাচাড়া দিতে পারে।আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আমরা চাই না। কিন্তু তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। দেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি সামনে আসার সুযোগ পাবে।
লন্ডনে অনুষ্ঠিতব্য প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করে তিনি বলেন, বল এখন সরকারের কোটে।
তিনি আরও বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় অবিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা জরুরি। বিচার প্রক্রিয়া চলমান রেখে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে, একটি নির্ধারিত ও স্বচ্ছ তারিখে নির্বাচন দিতে হবে।লন্ডনে অনুষ্ঠিতব্য প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করে তিনি বলেন, বল এখন সরকারের কোটে।
করিডোর ও চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় সিপিবি নেতা এস এ রশীদ, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়