ভারতে উড্ডয়নের পরপরই ২৪২ আরোহীসহ বিমান বিধ্বস্ত

আগের সংবাদ

বড় মাপের খেলোয়াড় ছিলেন যশোরের খান মো. শফিক রতন

পরের সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৬ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: জুন ১২, ২০২৫ , ৯:৫২ অপরাহ্ণ আপডেট: জুন ১২, ২০২৫ , ৯:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার (১২ জুন) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এদিন কেউ মারা যাননি।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৩০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। তাদের মধ্যে চলতি জুন মাসে আক্রান্ত হন ৩৯ জন। গেল বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫  জন। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়