গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত শতাধিক

আগের সংবাদ

বাংলাদেশ সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

পরের সংবাদ

তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

দুই উপদেষ্টার সাবেক পিও, এপিএস ও এনসিপি নেতাকে দুদকে তলব

প্রকাশিত: মে ১৫, ২০২৫ , ৬:১২ অপরাহ্ণ আপডেট: মে ১৫, ২০২৫ , ৬:১২ অপরাহ্ণ

ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটি ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অনুসন্ধানের জন্য এবং প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অনুসন্ধানে নিয়োজিত দুদকের সদস্যরা দালিলিক প্রমাণ ও রেকর্ড সংগ্রহের কাজ করছেন।

দুদক আগামী ২০ মে সকাল ১০টায় স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দিয়েছে।

পরের দিন ২১ মে এনসিপির সাময়িক বরখাস্ত হওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ২২ মে একই অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে তলব করেছে দুদক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়