জমি বন্ধকের টাকা চাইতে গিয়ে পিটুনিতে মৃত্যু

আগের সংবাদ

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা

পরের সংবাদ

চালু হচ্ছে ‘টক টু ডিআইজি’, পরিচয় গোপন রেখে করা যাবে অভিযোগ

প্রকাশিত: মে ১১, ২০২৫ , ৪:৪৫ অপরাহ্ণ আপডেট: মে ১১, ২০২৫ , ৪:৪৫ অপরাহ্ণ

‘টক টু ডিআইজি’ নামের একটি মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। এই অ্যাপের মাধ্যমে যে কেউ অপরাধীর বিরুদ্ধে তথ্য জানাতে পারবে।

আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি। সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ এবং তথ্য দেওয়ার প্রক্রিয়া সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘অ্যাপের মাধ্যমে কেউ সহজেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অভিযোগ জানাতে পারবেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।’

তিনি বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীন পুলিশের বিরুদ্ধে যেকোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার ৯৮ থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করব।’

ঢাকা রেঞ্জের আওতাধীন কোনো থানা, ফাঁড়ি, সার্কেল অফিস কিংবা জেলা পুলিশ কার্যালয়ে অন্যায়-অবিচার ও দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়