স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ

আগের সংবাদ

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পরের সংবাদ

প্রশ্নপত্রের ছবি তোলায় অধ্যক্ষকে ৭ দিনের কারাদণ্ড

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি মাদরাসায় পরীক্ষার সময় প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে এক অধ্যক্ষকে ২০০ টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সুপারের (অধ্যক্ষ) নাম আব্দুল হালিম। তিনি উপজেলার চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।

জানা যায়, ওই কেন্দ্রে দাখিলের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় আব্দুল হালিম বিনা অনুমতিতে একটি কক্ষে প্রবেশ করে নিজের মুঠোফোনে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে বেরিয়ে যাওয়ার সময় কর্তব্যরত কয়েকজন শিক্ষক তাকে হাতেনাতে আটক করেন।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, দাখিল পরীক্ষা চলাকালে বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে ওই সুপারকে ২০০টাকা জরিমানাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়