মেরা পিকে লাল-সবুজের পতাকা উড়ালেন ডামুড্যা হাসপাতালের টিএস

আগের সংবাদ

কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

পরের সংবাদ

পৌনে দুই ঘণ্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫ , ৭:৩৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫ , ৭:৩৬ অপরাহ্ণ

যান্ত্রিক ত্রুটির কারণে পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, মেট্রো রেলের ওভারহেড ক্যাটেনারি লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল।

এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়