সংবাদ প্রচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম

আগের সংবাদ

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, আটক ২

পরের সংবাদ

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫ , ৯:২৯ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৫, ২০২৫ , ৯:২৯ অপরাহ্ণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম পুরোধা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। “গড়বো মোরা ইনসাফের দেশ” স্লোগানে পথচলা শুরু করা এই দলের চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজে, আর সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা মুক্তিযুদ্ধ ও ২৪-এর চেতনায় বিশ্বাসী এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

ইলিয়াস কাঞ্চন বলেন, “রাজনীতি আমার জন্য নতুন নয়। আমি দীর্ঘদিন ধরে জনসেবা করে আসছি, এবার সেটা সংগঠিতভাবে করতে চাই।”

দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়েছে। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালামসহ আরও অনেকে।

সমন্বয়কারীর দায়িত্বে আছেন নূরুল কাদের সোহেল এবং সহ-সমন্বয়কারী হিসেবে কাজ করবেন অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

জনআস্থা হারানো বিদ্যমান দলগুলোর বিকল্প হিসেবে ‘জনতা পার্টি বাংলাদেশ’ গণমানুষের পাশে দাঁড়াতে চায় বলে জানানো হয় অনুষ্ঠানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়