মাদারগঞ্জে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির পরিচালক আটক

আগের সংবাদ

৫ আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলাম : পলক

পরের সংবাদ

আবারও টানা ৩ দিনের ছুটিতে দেশ

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫ , ১২:৪৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৩, ২০২৫ , ১২:৪৭ অপরাহ্ণ

টানা তিন দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।

২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী পহেলা মে সরকারি ছুটি। চলতি বছর মে দিবস হচ্ছে বৃহস্পতিবার। এরপরের ২ দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিত ছুটি।

এসব কিছু মিলিয়ে টানা তিন দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

বিশ্বজুড়ে ১ মে তারিখটি পরিচিত ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে। দিনটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো র‍্যালি, সভা ও শোভাযাত্রার মাধ্যমে তাদের ঐক্য এবং দাবির কথা তুলে ধরে।

বাংলাদেশসহ প্রায় ৮০টি দেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।

এটি শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের প্রতি সম্মান জানানোর একটি উপলক্ষ্যও বটে।

এদিকে এবার ঈদুল ফিতরে টানা ৯ দিনের পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়