সিলেট টেস্ট
সিলেট টেস্টে বাংলাদেশের ১৯১ রানের জবাবে সফরকারী জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান তুলে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিলেও সফরকারীরা ৮২ রানের লিড তুলে নিতে সমর্থ হয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ১ উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের দৃঢ়তায় আর কোনো উইকেটের পতন ঘটেনি। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। জয় ২৮ ও মুমিনুল ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
চতুর্থ ওভারে শন উইলিয়ামসের ক্যাচ বানিয়ে সাদমান ইসলামকে সাজঘরে ফেরান ব্লেসিং মুজারাবানি। এরপর ৯.২ ওভার টিকে থেকে বোর্ডে ৪৪ রান যোগ করেন মুমিনুল ও জয়।
২০২২ সালের পর ঘরের মাঠে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মিরাজ। ৫২ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া পেস বোলার নাহিদ রানা ৭৪ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট পান হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দেয়ার পর বিনা উইকেটে ৬৭ রান নিয়ে রোববার প্রথম দিন মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। আজ সোমবার দ্বিতীয় দিন প্রথম সেশনে নাহিদ রানার গতিতে এলোমেলো অতিথিরা। এ সময় তারা ৪টি উইকেট হারায়। দলটি ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান তুলে লাঞ্চের বিরতিতে যায়। নাহিদ রানা একাই নেন ৩টি উইকেট, বাকিটা নেন হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনে তারা হারায় আরো ২টি উইকেট। ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এরপর টানা ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে অলআউট করেন মিরাজ। এ নিয়ে ১১তম বারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
মিরাজের চোখ রাঙানির মধ্যেই শেষ দিকে রিচার্ড এনগারাভা (২৮*) ও ব্লেসিং মুজারাবানি (১৭) মূল্যবান কিছু রান যোগ করে জিম্বাবুয়ের লিড বাড়িয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।