৫ মিনিটের বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ৮ গ্রাম

আগের সংবাদ

দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

পরের সংবাদ

অপহৃত ৫ শিক্ষার্থী উদ্ধারে অভিযান

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫ , ৬:৪১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২১, ২০২৫ , ৬:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে সাঁড়াশি অভিযান চলছে। সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের ভাইবোনছড়ার দুর্গম পূর্ণ কার্বারীপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

ভোর থেকে চালানো এই অভিযানে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে, ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি, মোবাইল প্রভৃতি। সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেলেও নির্ভরযোগ্য কেউই নিশ্চিত করেননি।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন। অপহরণের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়