রোববার (২০ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই জন নকলনবিশ ও দুইজন দলিল লেখকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে দুদক৷
দুদক জানায়, দলিল সম্পাদন ও দলিলের নকল উত্তোলনসহ কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে আর্থিক নানা অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানে দুইজন নকলনবিশের কাছ সেবা প্রার্থীদের থেকে নেওয়া ঘুষের ১৪ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়। এছাড়াও দুইজন দলিল লেখকের অনিয়মের প্রমাণ পাওয়া যায় হাতেনাতে। এজন্য দুইজন নকলনবিশকে সাময়িক বরখাস্ত করতে ও দলিল লেখকদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে দুদক৷ তবে অর্থসহ হাতেনাতে ধরা পরা নকলনবিশদের পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।
কাহালু উপজেলা সাব-রেজিস্টার সোলাইমান আলী বলেন, দুইজন নকলনবিশকে দ্রুত বরখাস্ত করা হবে। এছাড়াও ঘটনায় অফিসের আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হবে৷
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, তদন্তের জন্য নকলনবিশদের নাম পরিচয় জানানো হচ্ছে না। এছাড়াও দুইজন দলিল লেখকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷ জব্দকৃত টাকা হেফাজতে নেওয়া হয়েছে, আইন মেনে সরকারি কোষাগারে দেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।