নতুন সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ অপু

আগের সংবাদ

ভবেশের মৃত্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

পরের সংবাদ

‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, রহস্যময় স্ট্যাটাস ওসির

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫ , ১২:৩০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২০, ২০২৫ , ১২:৩০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়ছে। তাকে বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশ বলে তাকে বদলি করা হয়।

এদিকে, রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন ওসি শহিদুর রহমান।

সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

পুলিশ সূত্রে জানা যায়, শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

সেখানে সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।

সেই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পায়নি।

আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি ওসির ঘুস নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এবং তার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানি অভিযোগ রয়েছে। এর জেরে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়