বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির

আগের সংবাদ

আশুলিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

পরের সংবাদ

ঢাকায় এসে পৌঁছালো জিম্বাবুয়ে দল

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৫, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ

টেস্ট সিরিজ খেলতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। কোচিং স্টাফসহ পুরো দলের ক্রিকেটাররা আজ থাকবেন ঢাকাতেই। এরপর আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, গেল ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। এর একদিন পর গতকাল পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে। দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনরা কোচিং প্যানেলের সদস্যরা রয়েছেন এই ক্যাম্পে।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়