চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি

আগের সংবাদ

সৌদিতে বিপুল গ্যাস ও তেলের খনির সন্ধান

পরের সংবাদ

সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫ , ১০:১৩ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১০, ২০২৫ , ১০:১৪ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, হাবিব হাসান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে ২৮টি ব্যাংক হিসাবে ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অনুসন্ধানকালে হাবিবের নামে ৭ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে তাঁর বৈধ আয় ১ কোটি ৭৪ লাখ টাকার। তাঁর নিজ নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ২৮টি হিসাবের মাধ্যমে ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা জমা করা হয়; উত্তোলন করা হয় ১৫৫ কোটি ১৩ লাখ টাকা।

মামলায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়