গণভবনকে জাদুঘর করে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত

আগের সংবাদ

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১০০

পরের সংবাদ

মোরসালিনের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪ , ৯:১৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪ , ৯:১৬ অপরাহ্ণ

দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় গোলের দেখা পান বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড। রাকিব হোসেনের ক্রসে ক্যারিয়ারের পঞ্চম গোল করেন ১৮ বছর বয়সী মোরসালিন। গোলে অবশ্য কিছুটা অবদান রয়েছে ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপের। রাকিবের ক্রস তালুবন্দি করতে গিয়ে ফসকে গেলে সামনেই থাকা মোরসালিন বল জালে জড়াতে ভুল করেননি।

৪১ মিনিটে অবশ্য আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষক ডেন্ডুপ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করে দেন। দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়