পাইকগাছায় ২২ জনের নামে ভর্তূকি মূল্যে কৃষিযন্ত্র বরাদ্দ; উত্তোলন ৫

আগের সংবাদ

৩৮৮ জন আনসারকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালত

পরের সংবাদ

ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৬, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ

বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এসব গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

ভারতের দাবি, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে প্রবল বন্যার কারণে পানির চাপ বেড়েছে। যদিও এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। বর্তমানে ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইছে। ফলে বাধ্য হয়ে গেট খোলা হচ্ছে। এক্ষেত্রে ফিডার ক্যানেলে পানি বাড়ানো হয়েছে।

ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, আমরা সবসময় এলার্ট রয়েছি। প্রতিমুহূর্তে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অল্প সময়ের মধ্যে ব্যাপক পানির চাপ তৈরি হয়েছে। ফলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এতে বিশাল ক্ষতি হতো। তাই ১০৯ গেটের সবকটি খুলে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক এবং ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। আপাতত এর বাইরে কিছু ভাবা হচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়