শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যবিপ্রবি ভিসি

আগের সংবাদ

নওয়াপাড়াতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

পরের সংবাদ

পদত্যাগের ঘোষণা সভাপতি নাজমুল হোসেন পাপন

বিসিবির নতুন পরিচালক হলেন নাজমুল আবেদীন ফাহিম

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২১, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম। বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বোর্ডের জরুরি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। এ ছাড়া বোর্ডের পরিচালনা পর্ষদে এসেছে আরও একটি পরিবর্তন। পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন ।

পরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। ফারুক স্থলাভিষিক্ত হন পাপনের জায়গায়। ফাহিমকে মনোনীত করা হয় পরিচালক হিসেবে।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে পরিচালক হওয়ার জন্য লড়েছিলেন নাজমুল আবেদীন ফাহিম। তবে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে জয়ী হতে পারেননি। বুধবার (২১ আগস্ট) নতুন করে দেশের ক্রিকেটের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। ইতিহাস গড়ে সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। একইসঙ্গে বিসিবির পরিচালক হয়েছেন কোচ ফাহিম।

জানা যায়, আগে থেকেই বোর্ডে আসার জোর গুঞ্জন ছিল ফাহিমের। বিকেএসপির কাউন্সিলর হওয়ায় পরিচালক হওয়ার প্রথম শর্ত আগেই পূরণ করেছেন তিনি। এবার জায়গা করে নিলেন সদ্য সাবেক হওয়অ পরিচালক সাজ্জাদুল আলম ববির জায়গায় ।

যদিও গতকাল পর্যন্ত গুঞ্জন ছিল ববি পদত্যাগে অপারগতা জানিয়েছেন। তবে সব কল্পনার অবসান ঘটিয়ে এবার ববির স্থলাভিষিক্ত হলেন ফাহিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়