ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি বৃত্তি পেল ২ হাজার ৯০৪ শিক্ষার্থী

পরের সংবাদ

জেল ভেঙে পলাতক আসামী ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪ , ৯:২০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২০, ২০২৪ , ৯:২১ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গত ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙ্গে পালিয়ে আসা আসামী শফিকুল ইসলাম (৩৪)কে গ্রেফতার করেছে ৫৮ বিজিবি । আজ মঙ্গলবার সকালে উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় । আজ সন্ধায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান।

আটককৃত আসামীর বাড়ী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম । সে ঐ গ্রামের তাইজুল ইসলামের ছেলে। সে স্ত্রী হত্যার দায়ে ১জুন ২০২২ থেকে সাতক্ষীরা কারাগারে আটক ছিলো।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, গত ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙ্গে কয়েকজন কয়েদি পালিয়ে যায়। তারমধ্যে স্ত্রী হত্যা মামলার আসামী শফিকুল ইসলাম মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কোদলা নদীর মধ্য থেকে ৫৮ বিজিবির সদস্যরা তাকে আটক করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়