আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ এখনো সুস্পষ্ট নয়। ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর থেকেই বাংলাদেশি ওপেনারকে জাতীয় দলে দেখা যায়নি। এ বছর তো কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
তামিমকে আবারো মাঠে পাওয়া যাবে কিনা তা জানতে আরো কিছুদিন সময় লাগলেও আজ অবশ্য তাকে হোম অব ক্রিকেটে দেখা গেছে। তবে অনুশীলন করতে মিরপুরে আসেননি, অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া বিসিবিতে আসবেন বলে তার সঙ্গে দেখা করতে আসেন বাঁহাতি ওপেনার। উপদেষ্টাকে পরে পুরো শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখান তিনি। অবশ্য তামিম ছাড়াও উপদেষ্টার সঙ্গে উপস্থিতি ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিসহ আরো অনেকে।
ঘুরে দেখানোর সময় তামিম পূর্বপাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, ‘এখানে একটা ইলেকট্রকিক্স জায়ান্ট স্ক্রিন ছিল। ঝড়ে ভেঙে গেছে।’ সাবেক অধিনায়কের কথায় পরে স্মৃতিতে ডুবে যান আসিফ। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। ২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম। সম্ভবত এখানে বসেই খেলা দেখেছি।’
তামিমের বিষয়ে আলাদাভাবে কোনো কথা হয়েছে কিনা উপদেষ্টা আসিফের সঙ্গে এ বিষয়ে পরে জানতে চাওয়া হয়েছিল বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে। বিসিবি সিইও বলেছেন,‘শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।