ঝিনাইদহের কালীগঞ্জে সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম অব্যবস্থাপনা রোধে ১২ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে সাধারন শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১ টায় ওই বিদ্যালয়ের সম্মূখে দাবীসমুহ পাঠ করেন প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন। এরপর ছাত্ররা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের হাতে স্বারকলিপি প্রদান করেন। এ সময় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মাও. রুহুল আমিন ও আজিবর রহমান।
ছাত্রদের দাবীসমুহের মধ্যে উল্লেখযোগ্য ছিল, জোর পূর্বক প্রাইভেট পড়ানো বন্ধ, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন খাতে উত্তোলিত টাকার সুযোগ সুবিধা নিশ্চিতকরন, শ্রেনী কক্ষ ও ওয়াশ রুম ব্যবহার উপযোগীকরন, প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক কর্তৃক ছাত্রদের অভিভাবকদের সাথে অশোভন আচরন বন্ধ সহ মোবাইল ফেসবুক দেখা নিষিদ্ধ, অনিয়মে নিয়োগকৃত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা, দোকান ভাড়া তুলে স্কুলের উন্নয়ন ও অটোমেশনে ছাত্র শিক্ষক উপস্থিত ছাড়াও বিদ্যালয়টির সার্বিক দেখভালে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের দাবী জানায়।
ছাত্রদের এই আন্দোলনে সহমত প্রকাশ করে স্থানীয় গনমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।