চট্টগ্রামে মেয়র–কাউন্সিলররা আত্মগোপনে, সেবা বন্ধ

আগের সংবাদ

পাইকগাছায় বিএনপির দু গ্রুপের পৃথক অবস্থান কর্মসূচী

পরের সংবাদ

অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয় হার বাংলাদেশ এইচপির

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ , ৭:০৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৪, ২০২৪ , ৭:০৪ অপরাহ্ণ

টপ এন্ড সিরিজে জয় দিয়ে শুরু করলেও ৯ দলের টুর্নামেন্টে মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করেছে বাংলাদেশ এইচপি দল। আজ টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে তারা। তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হারার পর আজ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে আরো বড় ব্যবধানে হেরেছে।

নিজেদের তৃতীয় ম্যাচে আজ অ্যাডিলেডের কাছে ৮ উইকেটে হেরেছে অধিনায়ক আকবর আলীর দল। বাংলাদেশ এইচপির দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪ বল হাতে রেখে জয় পায় অ্যাডিলেড। রিপন মণ্ডল ইনিংসের তৃতীয় বলেই অ্যাডিলেডের ওপেনার জশ ক্যানকে আউট করে শুরুটা ভালো এনে দিলেও আরেক উদ্বোধনী ব্যাটার জ্যাক উইন্টার একাই ম্যাচ শেষ করে দেন।

রান থাকলে হয়তো সেঞ্চুরিও পেতে পারতেন উইন্টার। ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৮ উইকেটের জয় এনে দেন অ্যাডিলেডের ব্যাটার। ১০ চারের বিপরীতে ৩ ছক্কা হাঁকান তিনি। বাংলাদেশের হয়ে অন্য উইকেটটি নেন আবু হায়দার রনি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৪৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। পেসার টিম ওকেলির তোপে ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
৩ উইকেটই ওকেলি নেন। পরে সেই ধাক্কা সামলে দলকে ১৪৭ রান এনে দেন অধিনায়ক আকবর (৩৬) ও শামীম হোসেন পাটোয়ারী (৪২)। ওপেনার জিশান আলমের ২৬ রানেরও কিছুটা অবদান ছিল। তবে কারো ইনিংসই কাজে আসেনি। ওকেলির মতো ৩ উইকেট নিয়েছেন হ্যারি মানেনতিও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়