গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে তাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক, ৪ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনা সদস্যরা এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় আন্দোলনকারীরা সেনা সদস্যদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।