বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মমতা

আগের সংবাদ

দেহ দানের ইচ্ছার কথা জানালেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা

পরের সংবাদ

মঙ্গলবার থেকে চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ

শান্তদের পাকিস্তান সফর এগিয়ে আনার চিন্তা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১০, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু দেশে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় নাজমুল হোসেন শান্তদের সফরটি এগিয়ে আনার চিন্তা-ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

পাঁচ দিন এগিয়ে ১২ আগস্ট যাওয়ার চিন্তা করছে বিসিবি। পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে তাদের। অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে শান্তদের সফরটি এগিয়ে আনার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। বোর্ডের একটি সূত্র বলছে, রোববারের (১১ আগস্ট) মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার থেকে চার দিনের ম্যাচ খেলবে তারা। আর জাতীয় দলের প্রথম টেস্ট আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে। করাচিতে হবে দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট। দুই ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়