শেখ হাসিনার পদত্যাগে জবিতে শিক্ষার্থীদের বিজয় মিছিল

আগের সংবাদ

পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, দেশের বহু থানায় ভাঙচুর, লুটপাট

পরের সংবাদ

বিসিবিতে যোগ্য সংগঠকের দাবিতে সংগঠকরা

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৬, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের তোপের মুখে ক্ষমতাচ্যূত হতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। প্রধামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নতুন করে পুরো বাংলাদেশকে সাজানো শুরু হয়েছ ।

সেই হাওয়া লাগতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বোর্ডে পরিবর্তন আনতে আজ সকাল ১০ টায় ব্যানার হাতে বিসিবির সামনে অবস্থান নেন কিছু ক্লাব কর্মকর্তা ও সংগঠক।
সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, প্রাইম দোলেশ্বরের যুগ্ম সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান, বোরহান উদ্দিনসহ আরো অনেকে।

বিসিবির বোর্ডরুমে বসে আলোচনা শেষে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেছেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি।
আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’

আলোচনাসভায় ছিলেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনও। সাবেক প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক।’ অন্যদিকে হাবিবুল বাশার বলেছেন, ‘সুদিনের আশা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়