গাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলায় নিহত অন্তত ১৭

আগের সংবাদ

চট্টগ্রামে পুলিশ-আ.লীগের সাথে সংঘর্ষের পর ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

পরের সংবাদ

প্যারিস অলিম্পিক

সেমিতে ব্রাজিল, প্রতিপক্ষ স্পেন

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ , ৬:১৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৪, ২০২৪ , ৬:১৪ অপরাহ্ণ

স্পেনের সঙ্গে হারের পর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল ব্রাজিল। তবে শেষ আটের ম্যাচে ফের ভুল করেনি ব্রাজিলের মেয়েরা। শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শনিবার (৩ আগস্ট) স্তাদে দে লা বোদে স্টেডিয়ামে ফরাসিদের ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেন পোর্তিলহো।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। অন্যদিকে সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি ফরাসিরা। ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। তবে সাকিনা কারচাওয়ির নেওয়া স্পট কিক সহজেই রুখে দেন ব্রাজিল গোলরক্ষক লোরেনা। ম্যাচের ৩৯তম মিনিটে গোলবারের পাশ দিয়ে চলে যায় গ্রিজ এমবক ব্যাথির হেড। শেষমেশ গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। তবে এতেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ম্যাচের ৮১তম মিনিটে বল জালে জড়ায় ব্রাজিল। এতে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

দিনের আরেক ম্যাচে স্পেনের মেয়েরাও জয় পেয়েছে। কলম্বিয়াকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা। আগামী মঙ্গলবার মার্সেইতে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-স্পেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়