পানি নিষ্কাশন কাজে বাঁধা দিয়ে মারধর, গৃহবধুসহ গুরুতর আহত ৪

আগের সংবাদ

বৃষ্টিতে ভিজে পাবনা শহরে হাজারো শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান

পরের সংবাদ

পাবনা জেলা আ:লীগের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ

পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবনা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, সহ-সভাপতি ও পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,সাংগঠনিক সম্পাদক ও পাবনা -৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ সহ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৫ই আগস্ট শেখ কামালের জন্মদিন পালন ,৮ই আগস্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন ও ১৫ আগস্ট জেলার সকল উপজেলায় এক যোগে শোক মিছিল পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের কথা বলা হয়েছে। এবং ২১শে আগস্ট পালন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়