শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এ বিক্ষোভে অংশ নেন তারা। মিছিল নিয়ে বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে শাহবাগ পর্যন্ত আসেন কওমি শিক্ষার্থীরা। শাহবাগ পৌঁছলে পুলিশ মিছিলটি আটকে দেয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন কওমি শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে এর আগে কওমি শিক্ষার্থীর বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ যান। সেখান থেকে ফেরার পথে প্রেস ক্লাবের সামনে ঢাবি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশ করেন তারা।
এদিকে, শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে এবং ছাত্র হত্যার বিচারসহ বেশ কিছু দাবিতে আজ শুক্রবার ঢাকাসহ সারা দেশে গণমিছিল করেছেন হাজার হাজার শিক্ষার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।