জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

আগের সংবাদ

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে সমর্থন যুক্তরাষ্ট্রের

পরের সংবাদ

কারফিউ শিথিলের সময় আরো বাড়ল

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩০, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ৪ দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন, কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীর জরুরি বৈঠক শুরু হয়। সেটি চলে টানা সোয়া ৩ ঘণ্টা, বিকেল ৬টা ৩৫ মিনিটে যা শেষ হয়। সেখানেই কারফিউ শিথিলের সময় আরো বাড়ানোর সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়