মেট্রোরেল চালু করতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগের সংবাদ

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ভার্সিটি ছাত্র ঝিকরগাছার জাবিরের মৃত্যু

পরের সংবাদ

৯০ বছরের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৭, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ

টেস্টের ইতিহাসে ৯০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন জিম্বাবুয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে। এক ইনিংসে সর্বোচ্চ ৪২ রান বাই দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে লজ্জার এই রেকর্ডে নাম লেখান ২৪ বছর বয়সী মাদান্দের।

বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১ বল মোকাবিলায় রানের খাতা খুলতে পারেননি ইতোমধ্যে জিম্বাবুয়ের হয়ে ১৫ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলা মাদান্দে।

জবাবে দ্বিতীয় দিনে ২৫০ রানে অলআউট হয় আইরিশরা। এদিন উইকেটরক্ষক হিসেবে ৪২ রান বাই দেন মাদান্দে।

তবে লজ্জার এ রেকর্ড গড়ার পেছনে মাদান্দে একাই দায়ী নন। বোলাররা বেশিরভাগ ডেলিভারিই লেগ-সাইডের অনেক বাইরে করেন। মাদান্দের জন্য সেসব ডেলিভারি ধরাটা কঠিনই ছিল।

এর আগে, ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে সর্বোচ্চ বাই রান দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লিস অ্যামেসের। ১৯৩৪ ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৩৭ রান বাই দিয়েছিলেন অ্যামেস। ওই ম্যাচের ইনিংসে ৩২৭ রান করেছিল অজিরা।

মাদান্দে ও অ্যামেসের পর ভারতের সাবেক উইকেটরক্ষক দিনেশ কার্তিক তৃতীয় সর্বোচ্চ বাই দিয়েছেন। ২০০৭ সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৫ রান বাই দিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়