সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জন হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ-হামলা এবং পরবর্তী সময়ে সংঘাতে ঢাকাসহ সারাদেশে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তিে এবং স্বজনদের সূত্রে মৃত্যুর এই হিসাব পাওয়া গেছে।
আন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ কিশোর মো. জামান মিয়া (১৭) মারা গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রায়েরবাগে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ পথচারী মো. জাকির হোসেন (২৯) বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
জামান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, জামান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
জামান মিয়ার বড় ভাই রায়হান মিয়া বলেন, তার ভাই একজন পোশাকশ্রমিক ছিল। ময়মনসিংহ সদরের শেখেরচরের বাবুরহাটে একটি মেসে থাকত। রবিবার বিকেলে শেখেরচর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়। গুলি তার পেটের বাঁ পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। শরীরের একাধিক স্থানে গুলি লাগে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।