যশোরের এক ঝাঁক তরুণ প্রবাসীর সমন্বয়
রূপান্তর প্রতিবেদক
রবিবার ইউনুস হাসান লিমন এর আহ্বায়নে এবং এস এম ওয়াহিদ সিদ্দিকী জনি এর নেতৃত্বে পূর্ব লন্ডনের পপলারের ডভটেইল প্রো লিমিটেড এর কনফারেন্স রুমে যশোর কমিউনিটি ইউকে এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
যশোর কমিউনিটি ইউকে এর সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদ সিদ্দিকী জনি এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউনুস হাসান লিমন।
অনুষ্ঠানটি কমিটির সদস্য আমিনুল ইসলাম এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সভাপতি ইউনুস হাসান লিমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব সিরাজুল আমীন পিন্টু, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আইনজীবী তানভীর খান, জনাব আব্দুল লতিফ, ব্যারিস্টার খান গোলাম আজম, জনাব শামীম হাসান, জনাব আদনান আহমেদ, জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম খান, ও জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম ভাণী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য মোহাম্মদ রাশিদুল আলম রসি, মোহাম্মদ তারিক, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, ইউসুফ আলী, মাহমুদ হাসান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, বি এম সাজ্জাদ মাহমুদ, ওসমান গণি, জুবায়ের আহমেদ, জাহাঙ্গীর আলম, ও শিবলী নোমান সহ আরো অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।