নির্বাচনী সমাবেশে হামলা, গুলিতে রক্তাক্ত ট্রাম্প, নিহত ২

আগের সংবাদ

বাংলাদেশ থেকে ৩০০০ কর্মী নেবে ৪ দেশ

পরের সংবাদ

ট্রফির লড়াইয়ে স্পেনের সামনে জেগে ওঠা ইংল্যান্ড

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৪, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিবেদক

তারুণ্যে নির্ভর স্পেন। অন্যদিকে গতিময় ফুটবলের নতুন করে ধরা দেওয়া ইংল্যান্ড। এই দুই দলের মাঠের লড়াই রাতেই। শুধু লড়াই নয় ট্রফি ঘরে তোলার মিশন।

আজ রোববার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড। স্পেনের সামনে এবার শিরোপার চূড়ায় ওঠার লড়াই। জার্মানির সঙ্গে যৌথভাবে তিন ইউরো জয়ের রেকর্ডের হাতছানি, অন্যদিকে ইংল্যান্ডের দুঃখ মোচনের রাত।

দুই দলের শক্তিমত্তার বিচার করলে স্পেন এগিয়েই থাকবে। ফাইনালের মঞ্চে পা রাখার পথে স্পেনের টানা ছয়টি জয় রয়েছে। এবারের আসরে ফেভারিটের তালিকায় থাকা প্রায় সব দলকেই হারিয়েছে স্প্যানিশরা। শেষ লড়াইয়ে তাদের সামনে ইংল্যান্ডের কঠিন পরীক্ষাই দেওয়ার কথা।

এদিকে ইংল্যান্ড গ্রুপ পর্বে হারিয়েছে সার্বিয়াকে। এরপর ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষে ড্র করে কোনোমতে গ্রুপ পর্ব পেরিয়েছিল ইংলিশরা। নকআউটেও ‘থ্রি লায়ন্স’দের গর্জন শোনা যায়নি। শেষ ষোলোতে জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনে ভর করে স্লোভাকিয়া বাধা পার হয় গ্যারেথ সাউথগেটের দল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়, সেমিতে ওলি ওয়াটকিন্সে রক্ষা।
পরিসংখ্যানের দিকে তাকালে এখন অবধি দুই দেশ মুখোমুখি হয়েছে ২৭ বার। তাতে ইংল্যান্ড জিতেছে ১৪টিতে, স্পেনের জয় ১০ বার। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। দু’দলের সবশেষ লড়াইটি হয়েছিল ২০১৮ সালের ১৫ অক্টোবর নেশনস লিগের লিগ পর্বে। সেই ম্যাচে ইংল্যান্ডের জয় ৩-২ ব্যবধানে। এখন দেখার পালা কারা জয় করবে ইউরোর ট্রফি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়