এমপি'র মেজো ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আগের সংবাদ

মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর

পরের সংবাদ

তুরাগে ডাকাতির প্রস্তুতিকালে তুরাগে তিন ডাকাত সদস্য আটক

ডাকাতির প্রস্তুতিকালে তুরাগে তিন ডাকাত সদস্য আটক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ১০, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ

রাজধানীর তুরাগের ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগান এর পাশে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে তুরাগ থানা পুলি। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার ডিএমপির তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজ সংলগ্ন কলাবাগানের পুর্ব পাশ থেকে তাদের আটক করা হয় বলে জানান অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন- মো. শাহাদত আলী (২৩), মো. আরিফুল ইসলাম আপন (১৮), মো. এরশাদ মিয়া (২০)
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এ-ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়