রাশিয়ার ও ইরান ডলারের বদলে চুক্তি নিজস্ব মুদ্রা ব্যবহার

আগের সংবাদ

দুই ঘন্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

পরের সংবাদ

বিসিবি ছাড়ছেন মুশতাক

শর্তানুযায়ী বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুশতাক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ , ৭:০৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ৮, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ

মুশতাক আহমেদ পাকিস্তানের সাবেক ক্রিকেটার চলতি বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল বিসিবি। চুক্তিতে বলা হয়েছিল, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টাইগার স্পিনারদের নিয়ে কাজ করবেন এই পাকিস্তানি।

শর্তানুযায়ী বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুশতাক। বোর্ড চেয়েছিল তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। কারণ, মুশতাকের অধীনে থেকে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। তবে নিজের কথায় অনড় মুশতাক। পাকিস্তানি এই কোচ আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।

নিজের কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দায়িত্বে নিতে যাচ্ছেন মুশতাক। তার ইংলিশ যুব স্পিনারদের কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ‘পাক প্যাশন ডট নেট’।
মুশতাক যে চলে যাবেন, সেটি আগে থেকেই জানতো বিসিবি। বোর্ডের পক্ষ থেকে মুশতাককে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল, সেটি নিশ্চিত হওয়া গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়