আমি উপজেলা চেয়ারম্যান না জনগণের চায়ের দোকানের সুমন হয়ে থাকতে চাই

আগের সংবাদ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আকবর

পরের সংবাদ

নড়াইলে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: জুন ৯, ২০২৪ , ৭:৩৩ অপরাহ্ণ আপডেট: জুন ৯, ২০২৪ , ৭:৩৩ অপরাহ্ণ

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯জুন) সকাল সাড়ে ১০টায় গোবরা বাজার এলাকায় ঘন্টাব্যাপি চলা মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার নারী-পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গোবরা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান, হাফেজ মাওলানা আরেফ বিল্লাহ, মোসাঃ নাজমা খাতুন প্রমূখ।

বক্তারা ও মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবি জানান।বক্তরা বলেন, গোবরা গ্রামের নিউটন গাজীর দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় উজ্জ্বল চেয়ারম্যানকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এছাড়া উজ্জল চেয়ারম্যানের অনুসারীদের নানা ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা হয়। হামলাকারীদের দেয়া আগুনে নিউটন গাজীর বাড়িতে থাকা তাঁর প্রাইভেট কার পুড়ে যায়। এ সময় আরও একটি বাড়িতে ভাংচুর চালানো হয়।

এ ঘটনায় নিউটন গাজী বাদি হয়ে গোবরা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গত ৪ জুন দুপুরে নড়াইল-গোবরা সড়কের সদর উপজেলার কাড়ারবিল এলাকা থেকে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল ও তাঁর সহযোগি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়