ঝিকরগাছায় পৌর কাউন্সিলর এর নির্যাতনে স্বামীর ঘরছাড়া গৃহবধূ

আগের সংবাদ

প্রকাশ্যে হাতুড়ি পেটা, আসামি ধরাতে অভিযান অব্যাহত

পরের সংবাদ

ঘরে বসেই স্মার্ট ভূমি সেবা পাচ্ছে মানুষ: এমপি ইয়াকুব আলী

প্রকাশিত: জুন ৮, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ আপডেট: জুন ৮, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ

যশোর—৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, এখন ঘরে বসেই স্মার্ট ভূমি সেবা ভোগ করতে শুরু করেছেন মণিরামপুরের মানুষ। কোনো রকম হয়রানি ছাড়াই বাড়িতে বসে অনলাইনে ই—নামজারীসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরআগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিস চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি এস এম ইয়াকুব আলী।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়