মাগুরার শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার শালিখা উপজেলার কানুদার খালের কচুরিপানা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরণ এবং খাল সংলগ্ন ইকো পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও প্রায় ৩ হাজার বৃক্ষ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী সুমনের সভাপতিত্বে উপজেলার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিডি ক্লিন বাংলাদেশ সহ প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনাসভা শেষে কানুদার খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি মৎস্য জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ এবং ইকো পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।