পানি সংকটের স্থায়ী সমাধান দাবি নোবিপ্রবির খাদিজা হলের ছাত্রীদের

আগের সংবাদ

সুস্বাস্থ্যের অধিকারী জাতি গঠন করতে হবে,ডা:তৌহিদুজ্জামান এমপি।

পরের সংবাদ

পাইকগাছার দেলুটির তেলিখালী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণে জনতার সাথে আনন্দ মোহন বিশ্বাস

প্রকাশিত: মে ৩০, ২০২৪ , ৬:৩৭ অপরাহ্ণ আপডেট: মে ৩০, ২০২৪ , ৬:৩৭ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালি বেড়িবাঁধ নির্মানে জনতার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলেন পাইকগাছা উপজেলা পরিষদের চিংড়ি মাছ প্রতিকের  চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস । বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন তিনি সাধারণ মানুষের সাথে থেকে ক্ষতিগ্রস্থ  বেড়িবাঁধ নির্মাণে সার্বিক সহযোগীতা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, দেলুটি ইউপির চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ স্থানীয় হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । বেড়িবাঁধ বাঁধের বিরতির সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস বলেন, দেলুটি ইউনিয়ন দুর্যোগ প্রবন এলাকা । বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়েছে । গত ২৬ শে মে   ঘূর্ণিঝড় রেমালে  ২২ নং পোল্ডারের   তেলিখালী  এলাকাটি ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।
আমি আপনাদের পাশে থেকে আপনাদের আমার সামর্থ অনুযায়ী  বিভিন্ন প্রকার সহযোগিতা করে যাচ্ছি । তিনি আরও বলেন, ইতিমধ্যেই ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃরশিদুজ্জামান এই এলাকায় এসে বেড়িবাঁধ নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন ।
উল্লেখ্য গত ২৬ শে মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ২২ নং পোল্ডারের তেলিখালী নামক স্থানে বেঁড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে লবন পানি ঢুকে প্লাবিত হয়ে হাজার হাজার বিঘা ফসলী জমি, ঘের ও ঘর-বাড়ি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় কয়েক শত পরিবার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়