শাহজালালে সোনাসহ এয়ারলাইন্স ক্রু আটক

আগের সংবাদ

কলারোয়ার উপজেলা নির্বাচন ঘিরে দুপক্ষের সংঘর্ষ আটক-১

পরের সংবাদ

সাতক্ষীরার দুই উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহন

প্রকাশিত: মে ২৯, ২০২৪ , ১২:৫১ অপরাহ্ণ আপডেট: মে ২৯, ২০২৪ , ১২:৫১ অপরাহ্ণ

 দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলা চলছে তৃতীয় ধাপের নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যান্ত চলবে এই ভোট গ্রহন। সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ভোটার দের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে।

 

এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। এছাড়া নির্বাচনে ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।এদিকে সকালে কলারোয়া উপজেলা সুলতানপুর কেন্দ্রে প্রকাশ্যে ঘোড়া প্রতীকের কর্মীর উপর হামলা করে আনারস প্রতিকের কর্মীরা।পরে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ কোন বিশৃঙ্খলা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

 

জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, সকাল থেকে ভোটাদের দের উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে ভোটাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সকাল থেকে দুই একটি ভোট কেন্দ্রে ছোট খাট একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে প্রসাশন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

 

জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান,নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। কোন বিশৃঙ্খলা বা অপৃতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রসাশন কঠোর অবস্থানে রয়েছে।

 

উল্লেখ্য : সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ৩ জন। এছাড়া কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া এক জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়