অভয়নগরে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগের সংবাদ

হাতীবান্ধায় সরকারি সেলাই মেশিন বিক্রি করলেন ইউপি সচিব

পরের সংবাদ

রেমালের তাণ্ডবে সারাদেশে প্রাণ গেল ১১ জনের

প্রকাশিত: মে ২৭, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ

ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারাদেশে এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। ঝড়ে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা ভেঙে পড়েছে। অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে। অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

রবি ও সোমবার পটুয়াখালীতে ৩ জন, ভোলায় ৩ জন, বরিশালে ২ জন, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুগান্তরের ব্যুরো, প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘর ও গাছ চাপা পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দৌলতখান উপজেলায় মাইশা (৪) নামের এক শিশু, বোরাহানউদ্দিন উপজেলায় মো. জাহাঙ্গীর (৫০) নামের এক কৃষক, লালমোহন উপজেলার মনেজা খাতুন (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

ঘর চাপা পড়ে মারা যাওয়া মাইশা (৪) দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, রোববার রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু মাইশা। ভোরের দিকে ঘূর্ণিঝড় রেমালে তাদের ঘরের পাশে গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মাইশার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

পটুয়াখালী : জেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে জেলার দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নলদোয়ানি স্লুইসগেট এলাকায় গাছ চাপায় জয়নাল হাওলাদার (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল গাজী। অপরদিকে জেলার বাউফলে পরিত্যক্ত টিনসেট দোতালা ঘরে চাপা পড়ে করিম(৬৫) নামের এক ভিক্ষুক মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটেছে। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশের পরিচয় পাওয়া গেছে।

চট্টগ্রাম : আজ সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক প্রাণ হারিয়েছে। যুবকটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে। এতেই তার প্রাণহানি ঘটে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা খবর পেয়েছি। সাড়ে ৯টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সাতক্ষীরা :  গতকাল রাত  ৮টার দিকে নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত আলী মোড়ল (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত নঈম আলী মোড়লের ছেলে। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা : গাছচাপায় লাল চাঁদ মোড়ল (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল  রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার পর সোমবার সকালে বটিয়াঘাটার বাসায় ফিরে যান তিনি। এরপর সেখানে গাছ চাপা পড়ে মারা যান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হুসাইন খান এ তথ্য নিশ্চিত করেন।

বরিশাল : বরিশাল নগরীর রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায় বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে দুজন নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরীর রুপাতলী বাস স্ট্যান্ড এলাকার লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এসব তথ্য জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়