অভয়নগরে মাদকসেবীর জেল, জরিমানা

আগের সংবাদ

মফিজুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে আটক

পরের সংবাদ

যদি সুযোগ পাই বাবার

অসমাপ্ত কাজ শেষ করতে চান- আনার এমপি মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন

প্রকাশিত: মে ২৪, ২০২৪ , ৪:২২ অপরাহ্ণ আপডেট: মে ২৪, ২০২৪ , ৪:২২ অপরাহ্ণ

যদি সুযোগ পাই বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চান আনোয়ারুল আজিম আনার এমপির মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন । তিনি রাত দুইটার সময় ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজারে অবস্থিত নিজ বাড়ীতে স্ব-পরিবারে পৌছান । ডরিনই প্রথম যিনি জানান, এমপি আনার (বাবা) কে ভারত যাওযার পর ১৬ই মে থেকে খুজে পাওয়া যাচ্ছে না ।

এমপি কন্যা জানান, বাবা সবসময় তার খোজ খবর রাখতেন । কখনও ফোন দিতে দেরি হলে বাবা ফোন করে বলতেন, কি মা এতো ব্যস্ত । তিনি সবসময় আমাকে আগলে রাখতেন । বাবার হাত ধরেই আমি এতো দুর এসেছি । বাবার খুব ইচ্ছে ছিল আমি পড়াশুনা করি, রাজনিতি করি ।

ডরিন জানান, আমি আমার বাবার হত্যার বিচার চাই । মামলা করেছি । আশা করি প্রধানমন্ত্রী আমার বাবা হত্যার বিচার করবেন ।

তিনি সরাসারি বলেন, বাবার তেমন কোন শত্রু ছিল না । বা থাকলেও কখনই জানান নি । রাজনিতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু এইভাবে কাওকে মারা হবে তা তিনি বিশ্বাস করতে পারছি না ।

তিনি কেদে ফেলেন একপর্যায়ে, সে সময় তিনি বলেন, বাবাকে ছুয়ে দেখতে চাই । আমি আমার প্রিয় বাবার কষ্ট গুলোকে ছুয়ে দেখতে চাই । তাকে মৃত্যুর সময় কোথায় কোথায় কষ্ট দেওয়া হয় । এমন মৃত্যু যেন আর কারও না হয় । মানুষ মরবেই সেটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এতো নির্মমতা, বিভৎস্য, নৃসংসতা। মানুষ এতো কুৎসিত হতে পারে ।

ডরিনকে রাজনিতি নিয়ে প্রম্ন করলে তিনি জানান, বাবার হাত ধরেই আমার রাজনিতিতে আসা । খুব বেশিদিন আমি রাজনিতিতে না । তিনি গতবারের কালীগঞ্জ উপজেলা কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন । তাবে এবারের কমিটিতে তিনি নেই । বাবা যদি সাপোর্ট না দিতেন তবে রাজনিতিতে আমি এগুতে পরাতাম না ।

তিনি আরো বলেন, এখন তিনি আইন পড়ছেন । শেষ বর্ষের ছাত্রী । তারা দুই বোন । তার মধ্যে তিনি ছোট ।

গতকাল রাত ২টার সময় বাসায় আসার পর থেকে হাজার হাজার আওয়ামীলীগের নেতা কর্মি, স্বজনরা সমবেদনা জানাতে আসছেন । সবাই আমাকে আগলে রাখছেন । এখনো সবাই আমাদের সাথে আছে ।

সর্বোশেষ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সুযোগ পেলে বাবার অসমাপ্ত কাজ শেষ করতো চাই । বাবা উন্নত কালীগঞ্জের স্বপ্ন দেখতেন । যদি সবাই চাই তবে আমার রাজনিতি করার ইচ্ছে আছে । আমি আমার বাবার সাথে গত প্রায় ৫ বছর বিভিন্ন রাজনিতির জায়গায় গেছি । দেখেছি । মাুনষের উপকার কিভাবে করেছেন তিনি । তবে মানুষ তাকে ভালোবাসতো ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়