পাইকগাছায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী
আসন্ন পাইকগাছা উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা ব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের শেখ ফরহাদ হোসেন ফয়সাল।
এরই ধারাবাহিকতায় তিনি প্রতিদিনই পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে চলেছেন। টিউবওয়েল মার্কার প্রার্থী শেখ ফরহাদ হোসেন ফয়সাল বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আহমাদ হোসেন যেভাবে দেশটাকে ভালোবেসে যুদ্ধকালীন সময়ে নিজের জীবন বাজি রেখে দেশ ও মানুষের কল্যানে ঝাপিয়ে পড়েছিলেন, তাহার দেখানো সেই পথ অনুযায়ী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে মানব সেবায় নিয়োজিত রেখেছি। এবং উপজেলাবাসীর খেদমত করার লক্ষে আমি ভাইসচেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচন করছি।
এছাড়াও সকলকে সাথে নিয়ে স্মার্ট উপজেলা গড়তে আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি বলেন, টিউবওয়েল প্রতীক মার্কায় উপজেলাবাসী তাদের মুল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি খাদেম হিসেবে উপজেলাবাসীকে খেদমত করে যাবো। সর্বোপরি উপজেলার সকলের কাছে বিনয়ের সাথে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করেছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৯’শে মে তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা উপজেলা থেকে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ৯ জন ভাইসচেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩১ হাজার ৯১৩ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।