সংবেদনশীলদের জন্য আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আগের সংবাদ

ভারতে নিখোঁজ এমপি আনারের মরদেহ উদ্ধার

পরের সংবাদ

সৈয়দপুরে বিএনপির বহিষ্কৃত নেতা রানা চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: মে ২২, ২০২৪ , ১০:৪৩ পূর্বাহ্ণ আপডেট: মে ২২, ২০২৪ , ১০:৪৩ পূর্বাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা।

গতকাল ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী।

রিয়াদ আরফান সরকার দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আজমল হোসেন পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট। চেয়ারম্যান পদে এ দুজন ছাড়াও আরও চারজন প্রার্থী ছিলেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের মহসিন মণ্ডল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের আনোয়ারুল হক পেয়েছেন ১৫ হাজার ৩৯৯ ভোট। আনোয়ারুল খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন

 

এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম পদ্মফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজা হোসেন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৭৭ ভোট। এই পদেও ভোটযুদ্ধে ছিলেন তিনজন।

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা। নাটোরের বাঘাতিপাড়ায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক। কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সাফায়েত আজিজ রাজু, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সেফু, নাইক্ষ্যংছড়িতে তোফাইল আহমদ বিজয়ী হয়েছেন।

এর আগে প্রথম ধাপের ভোটে সাতজন চেয়ারম্যানসহ বিএনপির বহিষ্কৃত মোট ১০ নেতা বিজয়ী হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়