যশোরের তিন উপজেলার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আগের সংবাদ

জামিনে মুক্তি পেয়েছেন কুবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি

পরের সংবাদ

মহাকাল পাইলট মাধ্যমিক স্কুল অ্যাণ্ড স্কুলের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২০, ২০২৪ , ৫:১৫ অপরাহ্ণ আপডেট: মে ২০, ২০২৪ , ৫:১৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে মহাকাল পাইলট মাধ্যমিক স্কুল অ্যাণ্ড কলেজের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নতুন পরিচালনা পর্ষদের সভাপতি ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সফি কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও মহাকাল পাইলট মাধ্যমিক স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ ফয়সাল রশীদ, সাধারণ শিক্ষক সদস্য মো. ফারুকুজ্জামান ও মো. বাবুল আখতার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আসমা আক্তার ঝর্ণা, অভিভাবক সদস্য মো. আক্তার মোল্যা, মো. সহিদুল ইসলাম, মো. মোবারেক মোল্যা ও মো. মহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য অর্চনা দত্ত প্রমুখ।

প্রথম সভার পূর্বে পরিচালনা পর্ষদের নতুন সভাপতি সফি কামাল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ভবণের সামনে পৌঁছালে পর্ষদের সদস্য, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় সফি কামাল বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মহাকাল পাইলট মাধ্যমিক স্কুল অ্যাণ্ড কলেজে শিক্ষার মান ফিরিয়ে আনতে হবে।

নতুন কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করবে। বিগত কমিটি কর্তৃক নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বেড়াজালের কারণে এ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন কমিটি সকল বেড়াজাল ভেঙে নতুন উদ্যোমে কাজ করবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়