সার্কাস দেখে মুগ্ধ রামপালের হাজারো মানুষ

আগের সংবাদ

বেনাপোলে ডিবির অভিযানে ২৭ পিচ চোরাই ফোনসহ আটক ৪

পরের সংবাদ

২ সমর্থক খুন: রাঙামাটিতে সোমবার অবরোধের ডাক ইউপিডিএফের

প্রকাশিত: মে ১৯, ২০২৪ , ১০:১৪ পূর্বাহ্ণ আপডেট: মে ১৯, ২০২৪ , ১০:১৪ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে দুই কর্মীকে হত্যার প্রতিবাদে আগামী সোমবার (২০ মে) অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) জেলার নৌপথ ও সড়কপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)।

প্রেস বার্তায় বলা হয়, সন্তু লারমার সন্ত্রাসীরা শনিবার সকালে লংগদু উপজেলায় তাদের দুই কর্মীকে গুলি করে হত্যার করে। এ ঘটনার প্রতিবাদে ওইদিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দেওয়া হয়।

অবরোধের দিন ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালনে সবার সহযোগিতা কামনা করে সংগঠনটির নেতারা।

হত্যাকাণ্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা) দায়ী করে বক্তারা বলেন, সরকারের পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি (১৯০০ সালের রেগুলেশন) বাতিল করার প্রচেষ্টার প্রতিবাদে ইউপিডিএফ যখন আন্দোলন গড়ে তুলেছে; ঠিক সেসময় জেএসএস সন্ত্রাসীরা লংগদুতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে চুক্তির নামে জেএসএস জনগণের সঙ্গে বেইমানি করেছে। এখন জুম্মু জনগণের পক্ষে যারা আন্দোলন করছেন তাদেরকে হত্যা করে সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও আন্দোলন বানচাল করে দেওয়ার করছেন চেষ্টা করছে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়