প্রকাশিত: মে ১৮, ২০২৪ , ১০:৫৬ পূর্বাহ্ণ আপডেট: মে ১৮, ২০২৪ , ১০:৫৬ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় দুই ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাতক্ষীরা জেলার তালা পাইকগাছা সড়কের খলিলনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান,তারা গোপালগঞ্জের ধান কাটতে গিয়েছিল। কাজ শেষে গোপালগঞ্জ থেকে ধান বুঝায় ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। শনিবার ভোরে খলিল নগর এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় । তিনি জানান ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের।
আহত হয়েছে তাদের সঙ্গী আরো ১০ জন। তবে তিনি তাদের নাম ঠিকানা জানাতে পারেননি।
সাতক্ষীরার তালা থানার ওসি মমিনুল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।