বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে বাপ্পি-মেহেদী

আগের সংবাদ

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরের সংবাদ

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: মে ১৫, ২০২৪ , ৭:০৬ অপরাহ্ণ আপডেট: মে ১৫, ২০২৪ , ৭:০৬ অপরাহ্ণ

মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুনে – এ স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে  পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে  বুধবার (১৫ মে) দুপুরে সিভিল সার্জনের অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময়  উপস্থিত ছিলেন – জেলা শিক্ষা অফিসার হায়দার আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত হালদার, ডাক্তার শুভাশিস বিশ্বাস, ডাক্তার আসিফ আকবর,  সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়