স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আগের সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমনে এক মৌয়াল আহত

পরের সংবাদ

শার্শায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন ব্যাপক গনসংযোগ

প্রকাশিত: মে ১৪, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ আপডেট: মে ১৪, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ

আরমাত্র ৬দিনপর ২১ মে অনুষ্টিত হবে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। নির্বাচনী গন সংযোগে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। শার্শায় প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহারাব হোসেন। জয়ের সম্ভাবনার কথা জানান তৃর্নমূলের নেতা কর্মি ও ভোটাররা। মঙ্গলবার দিনভর পুটখালি ইউনিয়নের রাজাপুর বারপোতা, দৌলতপুর, খলসি ও শিকড়ী এলাকায় ‘দোয়াত কলম’ প্রতীকের ব‍্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাজারে, গ্রামে ও চায়ের দোকানে গনসংযোগ করেন তিনি। নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন দলমত নির্বিশেষে সকলকে ‘দোয়াত কলম’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ওহিদুজ্জামান, সাবেক চেয়ারম্যান হাদিউজামান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন। যুবলীগ নেতা সেলিম রেজাসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়